প্রশিক্ষণার্থীদের ক্রীড়ার মান যাচাই ও ইভালুয়েশন টেষ্ট গ্রহন
বগুড়া সদর উপজেলার তহবিলের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েদের আত্মরক্ষা অর্জনে তায়কোয়ানদো প্রশিক্ষণের সুব্যবস্থা করেন জনাব ফিরোজা পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা,প্রশিক্ষণার্থীদের ক্রীড়ার মান যাচাই এর জন্য বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়নের -বগুড়া জেলা শাখায় ইভালুয়েশন টেষ্টের মাধ্যমে বেল্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি বগুড়া সদর উপজেলা পরিষদ এর অডিটরিয়াম রুমে প্রায় ৬০ জন তায়কোয়ানদো প্রশিক্ষনার্থীদের নিয়ে ২৯ জুন ২০২৪ইং তারিখ শনিবার সকাল নয় ঘটিকায় বেল্ট টেস্ট পরীক্ষা নেওয়া হয় এবং ইভালুয়েশন টেষ্টের প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাশিদুল হাসান (কোচ: তায়কোয়ানদো বিকেএসপি এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন) এবং সহকারী হিসেবে ছিলেন জনাব লিয়াকত হোসেন রাজা (বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন- বগুড়া জেলা শাখার এর প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক) , জনাব মুমিত হাসান (রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর যুগ্ন সাধারণ সম্পাদক)।
পরবর্তীতে একই দিনের ২৯ জুন ২০২৪ইং তারিখ শনিবার বিকাল পাঁচ ঘটিকায় বেল্ট টেস্ট এর ফলাফল প্রদান করা হয় । উক্ত বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জনাব ফিরোজা পারভীন (উপজেলা নির্বাহী কর্মকর্তা, বগুড়া সদর, বগুড়া)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জনাব রাশিদুল হাসান (কোচ, বিকেএসপি তায়কোয়ানদো বিভাগ এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন), জনাব মুমিত হাসান (রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর যুগ্ন সাধারণ সম্পাদক), জনাব মোঃ মাহমুদ আলী খান (প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক পি এল সি), এ এস এম রাকিব মেহেবুব আপেল (কোচ, ফুটবল, বিকেএসপি,সদস্য বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন, জনাব লিয়াকত হোসেন রাজা (বগুড়া তায়কোয়ানদো ইউনিয়ন এর প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক), এছাড়াও উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ মোবারক হোসেন (উপজেলা প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, বগুড়া সদর, বগুড়া)
উক্ত বেল্ট প্রদান অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে – জনাব ফিরোজা পারভীন (উপজেলা নির্বাহী কর্মকর্তা, বগুড়া সদর, বগুড়া) সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন “আমি আপনাদের অনুষ্ঠান উপস্থিত হয়ে অত্যন্ত আনন্দিত” এবং তিনি আশ্বাস দেন “আগামী অর্থবছরে বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর বগুড়া শাখায় তায়কোয়ানদো ম্যাট ও খেলার সামগ্রী প্রদান করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করব।